শুক্রবার
২৬ পৌষ, ১৪৩১
বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি: রাহাত ফতেহ আলী খান
Dainik Business File: ডিসেম্বর ২২, ২০২৪
বিনোদন ডেস্ক উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই গায়ক বিনা পারিশ্রমিকে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে মঞ্চ মাতিয়েছেন। মঞ্চে ওঠার পরে উপস্থিত সংগীতপ্রেমীরা রাহাত ফতেহ আলী স্বাগত জানান। এরপর তিনি ভক্ত-অনুরাগীদের ভালোবাসার কথা জানান। মঞ্চে উঠেই কিংবদন্তী সংগীতশিল্পী বলেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।’ এরপর এক এক করে সংগীতপ্রেমীদের গান গেয়ে শুনিয়েছেন। স্টেডিয়ামের কানায় কানায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুগ্ধ হয়ে ভক্তরা গান উপভোগ করেছেন। যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিল। জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছিল। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে। প্রসঙ্গত, রাহাত ফতেহ আলী খান প্রাথমিকভাবে মুসলিম সুফি হিসেবে ভক্তিমূলক গান গাইতেন। তিনি ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খানের ভাস্তে এবং ওস্তাদ ফররুখ ফতেহ আলী খান পুত্র। এছাড়াও তিনি পুরাণখ্যাত কাওয়ালি শিল্পী ফাতেহ আলী খানের নাতি।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com