হাঁড়ি বিক্রি করে সংসার চলছে জাতীয় গেমসে পদকজয়ী তরুণীর

Dainik Business File: অক্টোবর ২০, ২০২০

হাঁড়ি বিক্রি করে সংসার চলছে জাতীয় গেমসে পদকজয়ী তরুণীর

করোনায় কঠিন বাস্তবতার মুখোমুখি বিশ্বের বহু মানুষ। কেউ হারিয়েছেন চাকরি, কেউ খুঁজছেন নতুন চাকরি, কিন্তু পাননি। কারও আবার দু’বেলা অন্ন যোগাড় করতেও কষ্ট হচ্ছে। আধপেট, একবেলা খেয়েই দিন চালিয়ে যাচ্ছেন অনেকে। প্রত্যেকদিনই এ রকম একাধিক ঘটনা সামনে আসছে। আর এবার প্রকাশ্যে এলো ভারতের ঝাড়খণ্ডের এক ক্যারাটে খেলোয়াড়ের খবর।

সরকারি চাকরির আশ্বাস পেলেও করোনা পরিস্থিতিতে তা এখনো ঝুলে আছে। পেট চালাতে তাই হাঁড়ি বিক্রি করছেন রাঁচির বিমলা মুণ্ডা। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি।

শেষপর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এ খবর খবর ভাইরাল হতেই টনক নড়ে ঝাড়খণ্ড সরকারের। ইতোমধ্যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন। ২০১১ সালে ৩৪তম জাতীয় গেমসে রাজ্যের হয়ে রূপা জিতেছিলেন বিমলা। এছাড়া ২০১২ সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক কুডো চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছিলেন।

পরবর্তীতে রাজ্য সরকার যে ৩৩ জন খেলোয়াড়কে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল তাতে নামও ছিল বিমলার। কিন্তু ফেব্রুয়ারি মাসে যাবতীয় নথিপত্রের কাজ হয়ে গেলেও চাকরিতে যোগদানের চিঠি আসেনি।

এদিকে, করোনা আবহে যে কোচিং সেন্টারটি চালাচ্ছিলেন সেটিও বন্ধ করতে হয়। ফলে পেট চালাতে বাড়িতেই ভাত পচিয়ে হাঁড়ি তৈরি করে তা বিক্রি করতে শুরু করেন।

=নিউজ১৮=

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com