ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা

Dainik Business File: ডিসেম্বর ১৬, ২০২৪

ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা সাইফুল ইসলাম, ভালুকা প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী ইসলামী ব্যাংকের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড স্মৃতিসৌধের সামনে আলোচনা সভায় মিলিত হন। এছাড়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক ছারোয়ার জাহান এমরান, যুবদল সভাপতি তারেক উল্যাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলের নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যানার ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে মিছিলগুলোতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com