নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব: পররাষ্ট্র উপদেষ্টা

Dainik Business File: ডিসেম্বর ১৫, ২০২৪

নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব: পররাষ্ট্র উপদেষ্টা রায়পুরা প্রতিনিধি বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে পুনরায় যেনো ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলেমেয়েদের প্রাণ যেনো আর না ঝরে।’ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা সব দেশের সাথে সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর মো. খালিদ হোসেন, নর‌সিংদী জেলার পু‌লিশ সুপার মো: আব্দুল হান্নান, জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন শ্যামল, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার, মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সভাপ‌তি জামাল আহম্মেদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, রায়পুরা পৌরসভার সা‌বেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, সদস্য সচিব নূর আহম্মেদ চৌধুরী মানিক, রায়পুরা উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সদস্য স‌চিব ইয়াকুব আলী, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন মাস্টার, বাংলা‌দেশ জামা‌য়া‌তে ইসলামী, রায়পুরা উপ‌জেলা সদ‌রের আমীর মাও: জাহাঙ্গীর আলম, রায়পুরা উপ‌জেলা (প‌শ্চিম) এর আমীর মাও: আদিল ভূইয়া ‌বি‌ভিন্ন সংগঠ‌নের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com