চুনারুঘাটে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

Dainik Business File: ডিসেম্বর ১২, ২০২৪

চুনারুঘাটে নিরীহ ব্যক্তির জায়গা দখলের চেষ্টা ও হামলার অভিযোগ স্টাফ রিপোর্টার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৭ নং উবাহাটা ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ফরিদ আহমেদ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ রয়েছে একই গ্রামের প্রভাবশালী বিল্লাল ও তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন তিনি। যে কারণে প্রাণভয়ে ফরিদ এখন বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান। জানা যায়, চুনারুঘাট উপজেলার রাজ্জাকপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে বিল্লাল ও ফারুক দীর্ঘ দিন ধরে ফরিদের জায়গা জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা ও ষড়যন্ত্র করে আসছে। তারা ফরিদের জায়গা জমি আত্মসাৎ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ২০ নভেম্বর বিল্লাল ও ফারুক তাদের দলবল নিয়ে দিনেদুপুরে ফরিদ আহমেদ এর পুকুর থেকে মাছ নিধন করে। যার মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে। এর দুই দিন পরে ২৩ নভেম্বর ফরিদ আহমেদ এর দখলীকৃত ভূমি থেকে আম গাছ,জলপাই গাছ ও বিভিন্ন ধরনের খাট গাছ কেটে নিয়ে যায়। ফরিদ আহমেদ ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এসময় হামলাকারীরা তার মোবাইল ও পকেট থেকে ৬০ হাজার টাকা নিয়ে যায় বলে তিনি জানান। এছাড়া তার বসতঘর অনধিকার প্রবেশ করে বিভিন্ন জমির কাগজপত্র ও ব্যাকের চেক বই নিয়ে যায়। এবিষয়ে ওয়ার্ড মেম্বার আয়ূব আলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ফরিদ আহমেদ আমাকে মাছ ও গাছ কেটে নেওয়ার বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বিল্লাল ও ফারুককে এবিষয়ে জিজ্ঞেস করি। এতে তারা কোন সদুত্তর দেয়নি। এদিকে ফরিদ আহমেদ তাদের অত্যাচারে জীবনের ঝুঁকি নিয়ে দিনাতিপাত করছেন।যেকোনো সময় বিল্লাল ও তার লোকজন হামলা করতে পারে বলে তিনি আশংকা করছেন। এ বিষয়ে ফরিদ আহমেদ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com