মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Dainik Business File: ডিসেম্বর ৯, ২০২৪

মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার বিজনেস ফাইল প্রতিবেদক জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানির ঘটনা বেড়েছে। বিষয়টি খোদ পুলিশের ঊর্ধ্বতনরা জানেন জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমার লোক (পুলিশ) হোক আর মামলার বাদী হোক, তথাকথিত ব্যক্তিদের আসামি করে যারা চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, যেসব লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া পর্যন্ত গ্রেফতার করা হবে না। জুলাই অভ্যুত্থানের পরে অধিকাংশ মামলা হয়েছে কোর্টের নির্দেশে। এখানে আসামি সংখ্যা ছিল ২০০ প্লাস। তিনি আরও বলেন, এদের মধ্যে হয়তো দেখা যাচ্ছে এসব মামলায় অনেকে জড়িত ছিল না, গুটি কয়েক লোক জড়িত ছিল। কিন্তু এখন যেটা ঘটেছে ওই মামলার বাদী একশ লোকের কাছে গিয়ে টাকা চাচ্ছে। এসব আসামিদের ভয়ের কিছু নাই, আমি তাদের এরেস্ট করব না। তদন্তে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতা আসবে আমরা শুধু তাদের গ্রেফতার করব। বাদী উদ্দেশ্যমূলকভাবে এই দুইশ লোককে আসামি করেছে, পরবর্তীতে উনি চাঁদাবাজি বাণিজ্যটা করবেন বলে। এই মামলার বাদী ছাড়াও পুলিশও এমন কাজ করছে জানিয়ে কমিশনার বলেন, আবার আমার লোক যে সব ভালো তা বলব না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি গতকাল অলরেডি একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি যিনি আমার লোক এই কাজে লিপ্ত ছিল।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com