সিলেটে অষ্টাদশ কেমুসাস বইমেলা ডিসেম্বর শুরু, চলতে ১৬ ডিসেম্বর পর্যন্ত

Dainik Business File: ডিসেম্বর ৪, ২০২৪

সিলেটে অষ্টাদশ কেমুসাস বইমেলা ডিসেম্বর শুরু, চলতে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিদ্যা রত্ন রায়, সিলেট ব্যুরো ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অষ্টাদশ কেমুসাস বইমেলা ১লা ডিসেম্বর রবিবার থেকে শুরু হয়েছে। যা আগামী ১৬ই ডিসেম্বর (প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৯ টা) পর্যন্ত সকলের জন্যই উন্মুক্ত থাকবে। এবারের বইমেলা কেমুসাসের সাবেক সভাপতি, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ এইচ সা'দত খানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।এবারের বইমেলায় ঢাকা সহ সিলেটের প্রায় ২৩টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় বইমেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জাকির আবু জাফর। বইমেলার কর্মসূচির মধ্যে রয়েছে- ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর বিকেল ৩ টা থেকে বিভিন্ন গ্রুপের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা, ৬ ডিসেম্বর বিকাল ৩টায় 'বিশেষ' ও 'ক' গ্রুপের কবিতা আবৃতি প্রতিযোগিতা, ৭ ডিসেম্বর বিকাল ৩ টায় ''খ'', ''গ" ও "ঘ" গ্রপের কবিতা আবৃতি প্রতিযোগিতা, ৮ ডিসেম্বর বিকেল ৩ টায় "ক" ও "খ" গ্রুপের ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, ৯ ডিসেম্বর বিকেল ৩ টায় "ক" ও "খ" গ্রুপের উপস্হিত বক্তৃতা প্রতিযোগিতা, ১০ ডিসেম্বর বিকেল ৩ টায় 'বিশেষ', 'ক','খ' ও 'গ' গ্রুপের ক্বিরাত প্রতিযোগিতা, ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় লিটলম্যাগ আন্দোলন বিষয়ে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্টান ও ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সমাপনী অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান। এছাড়া ও প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে থাকবে বিভিন্ন সংস্হার প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্টান। নিধি প্রকাশনী (স্টল নং ১৭) এর স্বত্বাধিকারী তারণ্যের অহংকার প্রভাষক মিহির মোহন একবার্তায় বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত এ বইমেলায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হলে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত ও সার্থকই হবে,তিনি সকলের অংশগ্রহণের জন্য ও আমন্ত্রণ জানান।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com