১২ ডিসেম্বর ভালুকার রাজৈ-এ ২য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল
Dainik Business File: ডিসেম্বর ২, ২০২৪
গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার আগামী ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভালুকা রাজৈ-এ খাদিজাতুল কোবরা (রাঃ) ক্বওমী মহিলা মাদ্রাসা, এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কুরখান মাহফিল অনুষ্ঠিত হবে। এ দিন বাদ আছর হইতে মধ্য রাত পর্যন্ত ৯০ নং মধ্য রাজৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন সোহাল উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ হাফিজ উদ্দিন। প্রধান অতিথি : ১১নং রাজৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার উদ্দিন আহাম্মেদ। প্রধান বক্তা ঢাকা সাভারের বালিয়ারপুর জামিয়া ইসলামিয়ার আরাবিয়া সিনিয়র মোহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আহসান উল্লাহ। দ্বিতীয় বক্তা গাজীপুর বাংলাবাজার আম্বার কর্টন জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল খালেক বিন আমীন। তৃতীয় বক্তা ভালুকা ফাজিল মাদ্রাসা প্রভাষক হযরত মাওঃ নজরুল ইসলাম। চতুর্থ বক্তা ঢাকা সাভারের হযরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ আজিজি। বিশেষ অতিথিবৃন্দ বিশিষ্ট সমাজসেবক মফিজ উদ্দিন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক মোঃ সাইফুল ইসলাম খান, জামিরা পাড়া এস.এম.উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আঃ সামাদ, বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেম তালুকদার, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাই মন্ডল, সমাজসেবক মোঃ আঃ কাদীর মিয়া, সমাজসেবক মোঃ কাইয়ুম সিরাজী, সমাজসেবক আনোয়ার হোসেন ধনু তালুকদার, সমাজসেবক অবসরপ্রাপ্ত পুলিশ কমর্কর্তা মোঃ মতিন পরিচালনায় অত্র মাদ্রাসা শিক্ষক হযরত মাওঃ আশরাফ আলী এবং অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ইয়াকুব আলী ।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com