বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

Dainik Business File: ডিসেম্বর ১, ২০২৪

বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা বাজিতপুর প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আবদুল মান্নান স্বপন স্কুল এন্ড কলেজের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনায় গতকাল শনিবার (৩০ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি বেগম ছালমা আক্তার কুমকুম। শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং অতিথিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবদুল মান্নান স্বপন। অতিথিদের মধ্যে আলোচনা করেন, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এহেসান কুফিয়া, বলিয়ারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, বাজিতপুর উপজেলা ছাত্র সমন্বয়ক নূরেন খান, রহমতউল্লাহ তাসিন এবং বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান প্রমুখ। আলোচনা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের উদ্দেশে দোয়া পরিচালনা করেন আবদুল মান্নান স্বপন এডুকেশন কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ইয়াহিয়াহ্।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com