বিগত সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছিল: জামায়াত আমির

Dainik Business File: ডিসেম্বর ১, ২০২৪

বিগত সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছিল: জামায়াত আমির বিজনেস ফাইল ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার ১৫ বছর ধরে দেশটাকে কারাগারে পরিণত করেছিল। হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে তারা দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে। আসলে আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করেনি। রোববার (১ ডিসেম্বর) খুলনায় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, ক্ষমতা স্থায়ী করতে প্রথমে পিলখানা হত্যাকাণ্ড ঘটায় আওয়ামী লীগ। এরপরে জামায়াত নেতাদের ফাঁসি দেয় দলটি। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের পালাতে কারা সহায়তা করেছে তা দেশের মানুষ জানতে চায়।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com