বিশিষ্ট সমাজসেবক কোহিনূর ইসলাম আর নেই

Dainik Business File: নভেম্বর ২৮, ২০২৪

বিশিষ্ট সমাজসেবক কোহিনূর ইসলাম আর নেই বাজিতপুর প্রতিনিধি ইসলাম গ্রুপের কর্ণধার মরহুম জহুরুল ইসলামের ভাগ্নে বিশিষ্ট সমাজসেবক কোহিনূর ইসলাম ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আজ বাদ আসর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। কোহিনূর ইসলাম বাজিতপুরের ভাগরপুরস্থ ইসলাম হাউজের ম্যানেজার, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের দরিদ্র ও অসহায় রোগীদের জন্য গঠিত দারিদ্র ফান্ডের তত্ত্বাবধায়ক এবং হাসপাতালের ডরমেটরির ম্যানেজার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মেয়ে ডাক্তার এবং ছেলে ইঞ্জিনিয়ার। রশি মার্কেট বণিক সমিতির শোক: বিশিষ্ট সমাজসেবক কোহিনূর ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে রশি মার্কেট বণিক সমিতির নেতৃবৃন্দ। বণিক সমিতির প্রধান উপদেষ্টা আবু তারেক খান বণিক সমিতির নেতৃবৃন্দের পক্ষে শোক জানান। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্তর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারেক খান জানান, কোহিনূর ইসলাম অত্যন্ত সৎ,পরোপকারী, মিতব্যয়ী ও ভালো মানুষ ছিলেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com