এটিএলবির কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি আহসান হাবিব, কাজী সারওয়ারী সাকলাইন

Dainik Business File: নভেম্বর ২৮, ২০২৪

এটিএলবির কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি আহসান হাবিব, কাজী সারওয়ারী সাকলাইন বিজনেস ফাইল প্রতিবেদক সম্প্রতি অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরি বাংলাদেশ (এটিএলবি) এর সাধারণ সভা রাজধানীর মহাখালীস্থ এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় তিন বছরের জন্য এটিএলবির ১১ (এগার) সদস্য বিশিষ্ট নিম্নে বর্নিত কার্য নির্বাহী কমিটি গঠিত হয়। সভাপতি: আহসান হাবীব, ব্যবস্থাপনা পরিচালক, এজিএস কোয়ালিটি একশন লিমিটেড; সহ-সভাপতি-১: মো. সালাহউদ্দীন ইউসুফ, পরিচালক, লুবরেফ বাংলাদেশ লিমিটেড; সহ-সভাপতি-২: কৃষিবিদ আবু জাফর আনসারী, ব্যবস্থাপন পরিচালক, ওয়াফেন রিসার্চ ল্যাবরেটরী লিমিটেড; সাধারন সম্পাদক: কাজী সারওয়ারী সাকলাইন, টেকনিক্যাল ম্যানেজার, কন্টিনেন্টাল ইনসপেকশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড; সহ-সাধারন সম্পাদক: জারিফ-উদ-দৌলা, ব্যবস্থাপনা পরিচালক, ইন্সট্রমেন্টেশন ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড; কোষাধ্যক্ষ: মো. শাহীন বাবু, সহকারী ব্যবস্থাপক-ক্যালিব্রেশন, ডাইসিন ইন্টারন্যাশনাল লিমিটেড; নির্বাহী সদস্য: প্রতিনিধি- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ; নির্বাহী সদস্য: প্রতিনিধি- বিএসটিআই; নির্বাহী সদস্য: প্রতিনিধি- এসজিএস বাংলাদেশ লিমিটেড; নির্বাহী সদস্য: প্রতিনিধি- আইটিএস ল্যাবটেষ্ট বাংলাদেশ লিমিটেড; নির্বাহী সদস্য: প্রতিনিধি- ইবনে সিনা ডায়গনিষ্টিক এন্ড ইমেজিং সেন্টার। এটিএলবি বাংলাদেশে পরিচালিত আইএসও/আইইসি ১৭০২৫ এবং আইএসও ১৫১৮৯ অ্যাক্রেডিটেড টেস্টিং ল্যাবরেটরী সমূহের প্রতিনিধিগণ উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন।    

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com