আন্তর্জাতিক হেলথ সেমিনারে যোগ দিতে আজ নেপাল যাচ্ছেন ডা. হাছান আহমেদ মেহেদী
দৈনিক বিজনেস ফাইল: December 1, 2025
বিজনেস ফাইল প্রতিবেদক
আন্তর্জাতিক হেলথ সেমিনারে যোগ দিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশে জনস্বাস্থ্য, অর্গানিক পণ্য উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. হাছান আহমেদ মেহেদী।
তিনি আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি, এবং বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন-এর জেনারেল সেক্রেটারি, ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি-এর প্রতিষ্ঠাতা মহাসচিব, হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, অর্গানিক খাদ্য উৎপাদন প্রচার, উদ্যোক্তা শক্তি বিকাশ এবং মানবাধিকার প্রতিষ্ঠার মতো বহু ক্ষেত্রে তাঁর অবদান দেশ-বিদেশে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। দায়িত্বশীল নেতৃত্ব ও পেশাদার দক্ষতার জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষকদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
আগামী সেমিনারে তিনি বাংলাদেশের পক্ষ থেকে জনস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং অর্গানিক সেক্টরের বিকাশের ওপর গবেষণা–ভিত্তিক মতামত উপস্থাপন করবেন। তাঁর এ অংশগ্রহণ বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ইতিবাচকভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
সংস্থার পক্ষ থেকে তাঁর সুস্থতাসহ সফল যাত্রা ও কর্মসূচির সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
