দেশের অর্ধেক মামলা ৫ বছরে কমবে: আইন উপদেষ্টা
দৈনিক বিজনেস ফাইল: November 24, 2025
বিজনেস ফাইল প্রতিবেদক
ঢাকা মহানগর দায়রা আদালতে সোমবার ই-পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আগামী পাঁচ বছরে দেশের অর্ধেকের বেশি মামলার জট কমানো সম্ভব। তিনি আরও জানান, এর একটি তৃতীয়াংশ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধান করা যেতে পারে।’
উল্লেখ্য, আইন উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, আইন সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয়, বরং আইনের পরিবর্তন। তিনি বলেন, "সংস্কার রাতারাতি করা সম্ভব নয়, এটি ধাপে ধাপে করতে হবে।" তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় বর্তমানে ২১টি রিফর্ম প্রক্রিয়াধীন রয়েছে।
ড. নজরুল জানান, "ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়ে যাবে অন্তর্বর্তী সরকার।" তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো দেশের উন্নয়নে আগ্রহী এবং অন্তর্বর্তী সরকারের শুরু করা কাজ সম্পন্ন করবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
