কুষ্টিয়া থেকে শুরু বৈষম্যবিরোধীদের জেলা পর্যায়ে কমিটি গঠন

Dainik Business File: নভেম্বর ৩, ২০২৪

কুষ্টিয়া থেকে শুরু বৈষম্যবিরোধীদের জেলা পর্যায়ে কমিটি গঠন বিজনেস ফাইল ডেস্ক যাদের হাত ধরে এসেছে ২৪-এর স্বাধীনতা, জেলা পর্যায়ের কমিটি গঠন শুরু করেছে সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কুষ্টিয়া থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। জেলাটিতে ১১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে কমিটি হবে বাকি জেলাগুলোতেও। শনিবার রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে এসব তথ্য শেয়ার করা হয়। এর কিছুক্ষণ পর পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠিকানা হিসেবে লেখা হয়েছে ‘রূপায়ন টাওয়ার, ৩৪৫ দিলু রোড, ঢাকা-১২১২’। কুষ্টিয়া জেলায় আগামী ছয় মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ঘোষিত এই কমিটির আহ্বায়ক কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান, সদস্যসচিব কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মো. মোস্তাফিজুর রহমান। কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম ডি বেলাল হোসেন এবং মুখপাত্র করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের পারভেজ মোশাররফকে। এছাড়া কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১১ জনকে যুগ্ম সদস্যসচিব, ৭ জনকে সংগঠক ও ৭৯ জনকে সদস্য করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গত ১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়। এই আন্দোলন একপর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। সেই আন্দোলনে অবসান ঘটে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের। ওই আন্দোলন পরিচালনায় গত ৮ জুলাই ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে গত ৩ আগস্ট তা বাড়িয়ে ১৫৮ সদস্যের করা হয়।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com