এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাকিফ শামীমের

দৈনিক বিজনেস ফাইল: November 23, 2025

এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাকিফ শামীমের বিজনেস ফাইল প্রতিবেদক আসন্ন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে ‘প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ প্যানেল’-এর আয়োজনে মতবিনিময়সভা ও নৈশভোজ রাজধানীর ধানমণ্ডির জেন রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মাহাবুব আলম রুনুসহ আরো ৮-১০ জন সাবেক পরিচালক বক্তব্য দেন। জিবি মেম্বাররা ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তারা বলেন প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ প্যানেল এর প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। মতবিনিময়সভা ও নৈশভোজের আয়োজন করেন আসন্ন এফবিসিসিআই নির্বাচনে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ প্যানেলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী (অ্যাসোসিয়েশন গ্রুপ) ল্যাবএইড গ্রুপের ডিএমডি সাকিফ শামীম। তিনি তার বক্তব্যে আসন্ন এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে সব সদস্যের সমাধান সম্ভব। বাংলাদেশে সব কিছুতে পরিবর্তন এসেছে। আগামীতে এফবিসিসিআইতে পরিবর্তন আসবে। তিনি এবং তার প্যানেল বিজয়ী হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য কাজ করবেন এবং দেশের ব্যবসা- বাণিজ্যের চেহারা পাল্টে দেবেন। অপর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী (চেম্বার গ্রুপ) এফবিসিসিআই এর সাবেক পরিচালক মেহেদী আলী প্যানেল এর পক্ষে সকলের সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক জিবি মেম্বার/ভোটাররা উপস্থিতি ছিলেন। প্যানেল লিডার ও প্রেসিডেন্ট প্রার্থী আম্বর গ্রুপ চেয়ারম্যান শওকত আজিজ রাসেল শারীরিকভাবে অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সকলের কাছে দোয়া এবং প্যানেলের পক্ষে সমর্থন চেয়েছেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com