নরসিংদীর রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ
Dainik Business File: অক্টোবর ৩০, ২০২৪
মোঃ দিদার মিয়া নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর চর মধুয়া ইউনিয়নের সীমানায় এসে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দসহ তিনজনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিষার মো. ইকবাল হাসানের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স ফোর্স নিয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় পৃথক ভাবে এশিয়া ড্রেজারের ৫ লাখ টাকা জরিমানাসহ রিয়াজুল নামে একজনকে এক মাসের কারাদন্ড, প্লাবন ড্রেজারের ৭ লাখ টাকা জরিমানাসহ সাইফুল নামে একজনকে এক মাসের কারাদন্ড অপর দিকে রিয়া সুপার নামে অপর একটি ড্রেজারের ৭ লাখ টাকা জরিমানাসহ মেহেদী নামে একজনকে এক মাসের কারাদন্ড প্রদান করা করা। এ রকম ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারীকমিশনার ভূমি শফিকুল ইসলাম সাথে ছিলেন সাজ্জাদ হোসেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com