সালমান-আকবর-মাহবুবদের জন্য আজ ব্যবসায়ীদের পালিয়ে বেড়াতে হচ্ছে : মাসুদ খান

Dainik Business File: অক্টোবর ২৯, ২০২৪

সালমান-আকবর-মাহবুবদের জন্য আজ ব্যবসায়ীদের পালিয়ে বেড়াতে হচ্ছে : মাসুদ খান বিজনেস ফাইল প্রতিবেদক বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন কনভার্শন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি, সিএনজি ফিলিং স্টেশনের সত্বধিকারী (জিবি ৩৭৫) মাসুদ খান বলেন, এফবিসিসিআই ব্যবসায়ীদের প্রধান সংসদ অথচ এই সংগঠন দিয়ে বিগত দিনে যা করা হয়েছে তা লজ্জার। বিশেষ করে গত নেতৃত্ব যা করেছে এটা কোন ব্যবসায়ী আশা করেনি। রাজনীতি করে এই সংগঠনকে বারোটা বাজানো হয়েছে। ব্যবসায়ী হয়েও যেন অপরাধ করে ফেলেছি নিজের কাছে এমনটা মনে হয়। সালমান সাহেব, আকবর সোবহান, মাহবুব আলমরা যা করেছেন তার জন্য আজ ব্যবসায়ীদের পালিয়ে বেড়াতে হচ্ছে। আমরা দেশের প্রধান চালিকাশক্তি, অথচ আজ আমাদের কষ্ট আজ দেখে কে? ভ্যাট, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ইমপোর্ট, এক্সপোর্ট সবকিছুই ঝামেলা তৈরি করা হয়েছে। সংস্কার করেই এফবিসিসিআই নির্বাচন হওয়া উচিত। এফবিসিসিআইতে একসময় নির্বাচন ছিল। জীবী সদস্য দের গুরুত্ব ছিল অথচ আজ কিছুই নেই। আমরা এগিয়ে যেতে চাই।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com