বাজিতপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
Dainik Business File: অক্টোবর ২৮, ২০২৪
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রাত ৮টায় সময় উপজেলা হল রুমে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, বিপিএম পুলিশ সুপার, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, বাজিতপুর সরকারের কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন বাদল, বিএনপির উপজেলা ১ম যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুত আলী, সাবেক ইউপি চেয়ারম্যান কাইয়ুম খান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জসীম মাহমুদ প্রমুখ। এ সময় বক্তরা বলেন, বাজিতপুরের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা অবনিত হয়েছে। মাদক, গরু চোর ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি অবস্থায়। এখন থেকে বাজারে সিন্ডিকেট ভাঙ্গতে কঠোর নজরদারি রাখার জন্য সকলেই মত দেন।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com