বৃহত্তর খুলনা সমিতির বার্ষিক সাধারণ সভা ১ নভেম্বর

Dainik Business File: অক্টোবর ২৭, ২০২৪

বৃহত্তর খুলনা সমিতির বার্ষিক সাধারণ সভা ১ নভেম্বর বিজনেস ফাইল ডেস্ক বৃহত্তর খুলনা সমিতি (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা), ঢাকা-এর বার্ষিক সাধারণ সভা ২০২৪ আগামী ১ লা নভেম্বর (শুক্রবার) এদিনে বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-২ এর বড়বাগ সুন্দরবন ভবন ৭/৩/এ সমিতির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. বিশ্বাস আখতার হোসেন। উক্ত সবার সার্বিক সহযোগিতায় থাকবেন রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক, খুলনা বৃহত্তর সমিতি ঢাকা। আসন্ন সাধারণ সভা সফল বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সভাপতির নিজস্ব কার্যালয়, মগবাজারে এক প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে মিটিং-এ উপস্থিত ছিলেন সমিতির আজীবন সদস্য আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও প্রমুখ। বার্ষিক সাধারণ সভা উপলক্ষে বৃহত্তর খুলনা সমিতির পক্ষ থেকে ডায়মন্ড সদস্য, সিলভার সদস্য, জীবন ও অনুদানকারী সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com