সাবেক সচিব মোস্তফা কামাল গ্রেপ্তার

Dainik Business File: অক্টোবর ২৪, ২০২৪

সাবেক সচিব মোস্তফা কামাল গ্রেপ্তার বিজনেস ফাইল ডেস্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পর্ষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া বলেন, "মোস্তফা কামালকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।" মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাফা কামাল উদ্দীন ২০১৭ সালের ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। ২০২৩ সালের ১২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় মোস্তফা কামালকে। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ অগাস্ট ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com