তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

Dainik Business File: অক্টোবর ২৩, ২০২৪

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল বিজনেস ফাইল প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির ৪ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (২৩ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ বুধবার (২৩ অক্টোবর) ওয়ান ইলেভেনের সময়ে করা তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির ৪টি মামলা খারিজ করেন হাইকোর্ট। এদিন তার আইনজীবীদের আবেদনের শুনানির শেষে মামলাগুলো বাতিল করেন আদালত। পরে তারেক রহমানের আইনজীবীরা জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলার সুরাহা করতে চান তারেক রহমান। তার বিরুদ্ধে প্রায় ৮০টির মত মামলা রয়েছে, যা মোকাবেলা করা হবে আইনিভাবেই। আদেশের পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তি করার আগ্রহের কথা জানিয়েছেন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com