এফবিসিসিআই নির্বাচন ১২০ দিনের মধ্যেই অনুষ্ঠিত করতে হবে -আবদুল আওয়াল মিন্টু

দৈনিক বিজনেস ফাইল: November 5, 2025

এফবিসিসিআই নির্বাচন ১২০ দিনের মধ্যেই অনুষ্ঠিত করতে হবে -আবদুল আওয়াল মিন্টু বিজনেস ফাইল প্রতিনিধি: এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেছেন, নবনিযুক্ত প্রশাসকের উচিত নির্ধারিত সময় ১২০ দিনের মধ্যেই এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত করা। বর্তমান অন্তর্বর্তী সরকারেরও গুরু দায়িত্ব ব্যবসায়ী সম্প্রদায়ের একটা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। একটি গ্রহণযোগ্য নির্বাচনে যে নেতৃত্ব তৈরি হবে সেই অনুযায়ী বিজনেস কমিউনিটিতে প্রতিনিধিত্ব করবে। তিনি বলেন, নেতৃত্ব ছাড়া কখনো উন্নয়ন বা সংস্কার কার্যক্রম হয় না এবং সংস্কার একদিন বা এক বছরে হয় না, এটা চলমান প্রক্রিয়া। সেজন্য অনতিবিলম্বে এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। দেশের অর্থনীতি ও ব্যবসা- বাণিজ্য সংক্রান্ত আলোচনার এক প্রসঙ্গে এফবিসিসিআই নির্বাচন নিয়ে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য যে, রোববার (০২ নভেম্বর) সংগঠনটির প্রশাসক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মো. আবদুর রহিম খান। বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট, ২০২২ এর ধারা ১৭ এর অধীনে তিনি এফবিসিসিআইর প্রশাসক নিযুক্ত হন। আদেশ অনুযায়ী, তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের মাধ্যমে নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com