বাজিতপুরে এতিম সাজ্জাদ হোসেনকে ইউএনও’র মানবিক সহায়তা
দৈনিক বিজনেস ফাইল: November 5, 2025
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর এলাকার মিরারবন্দ গ্রামের মৃত ইউনুস আলীর (৫০) পুত্র সাজ্জাদ হোসেনকে (১৩) মানবিক ও আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম।
বাজিতপুর পৌর জামায়াতের সেক্রেটারী এম জুবায়ের আহমেদ-এর মাধ্যমে জানতে পেরে পিতৃহারা সাজ্জাদ হোসেনকে তাঁর কার্যালয়ে নিয়ে আসতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাজ্জাদকে ইউএনও'র কাছে নিয়ে যান জুবায়ের আহমেদ। এ সময় তিনি নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, মিরারবন্দ গ্রামের বাসিন্দা চা বিক্রেতা ইউনুস আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও কন্যা সন্তান রেখে যান। তার ক্যান্সার চিকিৎসায় পরিবারটি নিঃস্ব হয়ে যায়। বাবার মৃত্যুর পর বাজিতপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণি পড়ুয়া সাজ্জাদ হোসেনকে লেখাপড়া ছেড়ে সংসারের হাল ধরতে হয়েছে। বাবার রেখে যাওয়া শেষ সম্বল চায়ের দোকানে সে কাজ করে, কিন্তু অর্থাভাবে দোকানটিও বন্ধের উপক্রম । সে অবস্থায় জামায়াতে ইসলামীর বাজিতপুর পৌর শাখার সেক্রেটারি শিক্ষানুরাগী জুবায়ের আহমেদ ও পৌর টিম কমিটি তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মানবিক সহায়তার আহবান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে গতকাল সন্ধ্যায় সাজ্জাদ হোসেনকে মানবিক সহায়তা প্রদান করেন সেই সাথে পড়ালেখা চালিয়ে যেতে সার্বিক সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন বাজিতপুর সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া জামায়াতে ইসলামী বাজিতপুর পৌর শাখার সভাপতি একে এএম শামসুর রহমান রফিক জামায়াতে ইসলামী বাজিতপুর পৌর শাখার সেক্রেটারী জুবায়ের আহমেদ, জামায়াতে ইসলামী শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আবু রায়হান প্রমুখ। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
