বঙ্গজিৎ দত্ত প্রয়াণ দিবসে সম্মাননা ও আলোচনা অনুষ্ঠান
দৈনিক বিজনেস ফাইল: November 2, 2025
এস এস মোদক:
পথিকৃৎ রূপসজ্জা শিল্পী বঙ্গজিৎ দত্তের প্রয়াণ দিবস উপলক্ষ্যে ১ নভেম্বর, শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও হলে সন্ধ্যা ৭ টায় স্মৃতিচারণ- সনদ প্রদান- সম্মাননা প্রদান এবং নাটকের মঞ্চায়ন হয়েছে ।
রূপসজ্জা শিল্পী সুরেশ দত্তের যোগ্য উত্তরাধিকারী বঙ্গজিৎ দত্ত স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চার এক অপরিহার্য নাম। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকত্তোর, হোমিও চিকিৎসক, ১৮টি নাটকের নাট্যকার তন্মধ্যে দুটি নাটক নিয়মিত মঞ্চায়িত হয়েছে। মেঘদূত নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্ত্বেও রুপসজ্জ্বায় তিনি ছিলেন নাট্যকর্মী বান্ধব ও নিবেদিত নাট্যজন। তার প্রয়াণ দিবসকে মাথায় রেখে বিগত দশ বছর ধরে চলমান তিনদিন ব্যাপী রুপসজ্জ্বা
কর্মশালা, গুণিজন সম্মাননা, স্মৃতিচারন এবং নাটকের মঞ্চায়ন। এবারে সনদ প্রদানের পাশাপাশি ছিল সুরেশ দত্ত ও বঙ্গজিৎ দত্ত সম্মাননা প্রদান এবং উত্তরণ নাটকের মঞ্চায়ন।
বঙ্গজিৎ দত্ত প্রয়াণ দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক শুভাশীষ দত্ত তন্ময় বলেন,
সুরেশ দত্ত সম্মাননার ক্ষেত্রে বিবেচনায় থাকে সেই অভিনেতা অভিনেত্রীর কথা যিনি তিন প্রজন্মের রুপসজ্জ্বা শিল্পীর কাছ থেকে মেকআপ নিয়েছেন অর্থাৎ প্রয়াত সুরেশ দত্ত -বঙ্গজিৎ দত্ত ও বর্তমানের আমার হাত থেকে। সেই সূত্রে এবারে পাচ্ছেন অভিনয় শিল্পী আবুল হায়াত। অপরদিকে বঙ্গজিৎ দত্ত সম্মাননা প্রদান করছি প্রায় তিনশত চলচ্চিত্রের সহস্রাধিক চরিত্রের রুপসজ্জ্বা শিল্পী সামসুল ইসলাম সামসুকে।তাদের উভয়কে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত।
অনুষ্ঠানের সমাপনী আয়োজন নাটক উত্তরণ এর ৩৭ তম মঞ্চায়ন। নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু রচিত, শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত,বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত নাটক উত্তরণ। প্রকৃত পথ প্রদর্শকের সংস্পর্শে একজন পথভ্রষ্ট মানুষও যে রাজপথে ফিরে আসতে পারে সেই প্রেক্ষিত নিয়ে নাটক উত্তরণ। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
