লালমনিরহাটে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃ/ত্যু

দৈনিক বিজনেস ফাইল: October 25, 2025

লালমনিরহাটে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃ/ত্যু আবির হোসেন সজল, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। শনিবার (২৫ শে অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা বাজার–আদিতমারী বাইপাস সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের মৃত তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)। আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, “মহিষখোচা বাজার থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত রিকশাটি আদিতমারীর দিকে যাচ্ছিল। আনছার খাঁর পুকুরপাড় এলাকায় পৌঁছালে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম মারা যান। আহত বকুল মিয়াকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।” এদিকে এ ঘটনায় আহত নারী যাত্রী বর্তমানে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com