শিবচরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন একই পরিবারের তিনজন
দৈনিক বিজনেস ফাইল: October 22, 2025
শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গত (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় সানকির স্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,লাকী বেগম (৪৮), আজাদ মীর (৩১) ও নুসরাত আক্তার (১১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উমেদপুর ইউনিয়নের আজাদ মীরের সঙ্গে একই এলাকার বিপ্লব হাওলাদার ও বাঁধন হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় বিপ্লব ও বাঁধন তাদের সহযোগীদের নিয়ে আজাদ মীরের পরিবারের ওপর হামলা চালায়।
এ সময় লাকী বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। আজাদ মীর নুসরাত এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলায় লাকী, আজাদ ও নুসরাত আক্তার গুরুতর অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন আছেন।
শিবচর থানার উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত আজাদের স্ত্রী আছিয়া আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগটি পেয়েছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
