উত্তরার আব্দুল্লাহপু‌রে লি‌জকৃত জ‌মি অ‌বৈধ দখলদারমুক্ত কর‌তে জরুরী সংবাদ স‌ম্মেলন

দৈনিক বিজনেস ফাইল: October 20, 2025

উত্তরার আব্দুল্লাহপু‌রে লি‌জকৃত জ‌মি অ‌বৈধ দখলদারমুক্ত কর‌তে জরুরী সংবাদ স‌ম্মেলন বিশেষ প্রতিনিধি: রফিকুল হক শিকদার জাহাঙ্গীর রাজধানী ঢাকার উত্তরার আব্দুল্লাহপু‌রে লি‌জের জ‌মি‌তে স্থায়ী ও অস্থায়ী, ভাসমান স্থাপনা ও দোকান ব‌সি‌য়ে অ‌বৈধভা‌বে ভাড়া প্রদান ক‌রে, পে‌শিশ‌ক্তি প্রদর্শন ক‌রে জোরপূর্বকদখ‌লে রাখার প্রতিবা‌দে ও অ‌বৈধ দখলদারমুক্ত কর‌তে জরুরী সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গতকাল সকাল সা‌ড়ে ১১ টায় আব্দুল্লাহপু‌রের আকবর হো‌টে‌লের সাম‌নে এ সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। লিজগ্রহীতা মোঃ শহীদুজ্জামান লিট‌নের প‌ক্ষে সংবাদ স‌ম্মেল‌নে লি‌খিত বক্তব‌্য পাঠ ক‌রেন তার নিযুক্ত প্রতি‌নি‌ধি ও ব‌্যবসা‌য়িক পার্টনার মোঃ র‌বিউল হো‌সেন। তি‌নি বক্ত‌ব্যে উল্লেখ ক‌রেন, গত ১৭ জুন ২০২৫ খ্রি. তা‌রি‌খে কোর্ট অব ওয়ার্ডস ভাওয়াল রা‌জের প‌ক্ষে ০.০৬ একর জ‌মি মোঃ শহীদুজ্জামান লিট‌নের না‌মে লিজ প্রদান করা হয়। উত্তরা প‌শ্চিম থানা‌স্থিত আব্দুল্লাহপুর মৌজার যার সিএস ও এস এ দাগ নং ১০০। কিন্তু উল্লে‌খিত দা‌গের জ‌মি‌তে স্থানীয় চি‌হ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সুরুজ, বাবু, মোঃ মামুন, মোঃ মিঠু, আতিক, ইউনুস, মাহমুদ,সি‌দ্দিক,সাজু, নবীন, তবারকসহ অজ্ঞাতনামা আরোও ৫/৭ জন পে‌শিশ‌ক্তি ও অ‌স্ত্রের ভয়-ভী‌তি দে‌খি‌য়ে, প্রাণনা‌শের হুম‌কি প্রদান ক‌রে অ‌বৈধভা‌বে জোরপূর্বক মোঃ শহীদুজ্জামান লিট‌নের না‌মে লিজকৃত জ‌মি‌তে টং দোকান, বাস কাউন্টার, খাবার হো‌টেলসহ অন‌্যান‌্য স্থাপনা তৈ‌রি ক‌রে ভাড়া‌টিয়া‌দের নিকট মোটা অ‌ঙ্কের টাকা এডভান্স নি‌য়ে ভাড়া প্রদান ক‌রে দখ‌লে রাখার দুরভীস‌ন্ধি চলমান রে‌খে‌ছে।   মোঃ র‌বিউল হো‌সেন আরোও ব‌লেন, গত তিনমা‌সে বি‌ভিন্ন সম‌য়ে দখলদার‌দের‌কে লি‌খিতভা‌বে নো‌টিশ প্রদান ও মৌ‌খিকভা‌বে বলার পরও তারা কোনও কর্ণপাত ক‌রে‌নি। দখলদার‌দেরকে বিগত আওয়ামী সরকা‌রের দোসর উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, গত দুইমাস আগে দখলকারীরা আমা‌দের জায়গায় দোকান কর‌বে এবং আমা‌দের‌কে ভাড়া প্রদান কর‌বে ব‌লে জানায়। কিন্তু আমা‌দের লিজকৃত জায়গায় আমরা কোনও ফ‌্যা‌সি‌স্টের দোসর‌দের‌কে রাখ‌বো না। সেসময় তি‌নি গনমাধ‌্যমকর্মী‌দের‌কে ন‌্যা‌য়ের প‌ক্ষে থে‌কে তা‌দের‌কে স‌র্বোচ্চ সহ‌যো‌গিতা করার কথাও জানান।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com