লেবাননে জাতিসংঘের গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক

Dainik Business File: অক্টোবর ১৪, ২০২৪

লেবাননে জাতিসংঘের গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক বিজনেস ফাইল ডেস্ক লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান ফটক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি ট্যাংক। রোববার (১৩ অক্টোবর) শান্তিরক্ষী বাহিনী ইউএনআইএফআইএল সংস্থাটি এমন অভিযোগ করেছে। এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্য এক্সে ইউএনআইএফআইএল-এর অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, লেবাননে তাদের অবস্থানের ওপর অতিরিক্ত ইসরায়েলি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। রোববার সংস্থাটির প্রধান ফটক দিয়ে ইসরায়েলি ট্যাংক জোরপূর্বক প্রবেশ করেছে। এ বিষয়ে এক্সে করা পোস্টে সংস্থাটি জানায়, ‘ইউএনআইএফআইএল-এর আদেশপত্রে সংস্থার কার্যক্রম পরিচালনায় চলাফেরার স্বাধীনতা প্রদান করে এবং এতে যেকোনও সীমাবদ্ধতা রেজোল্যুশন ১৭০১ এর লঙ্ঘন।’ ওই পোস্টে আরও বলা হয়, ‘আমরা এই ধরণের ভয়াবহ লঙ্ঘনের জন্য আইডিএফ-এর কাছে ব্যাখ্যা চেয়েছি।’ এদিকে শান্তিরক্ষীদের ওপর হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আরও ৪০টি দেশ। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ আহ্বান জানান। এ ছাড়া ইসরায়েলকে লেখা এক পৃথক চিঠিতে ফ্রান্স, যুক্তরাজ্য, চীনসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com