পরিবেশ সৌন্দর্য রক্ষায় কুলাউড়ায় সৈয়দ হেলাল ফাউন্ডেশনের ডাস্টবিন উপহার
Dainik Business File: অক্টোবর ১৩, ২০২৪
মো. সায়েম আলী, মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পেকুর বাজারে পরিবেশ সৌন্দর্য রক্ষার স্বার্থে ৫টি বড় ডাস্টবিন দিয়েছেন সৈয়দ হেলাল ফাউন্ডেশন। গতকাল শনিবার (১২ অক্টোবর) পেকুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের কাছে এসব ডাস্টবিন উপহার হিসেবে তুলে দেয়া হয়। জানা যায়, সৈয়দ হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইউকে প্রবাসী সৈয়দ হেলাল হোসেন। উক্ত ফাউন্ডেশন বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়া বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকান্ডেও এ সংগঠনটি ভূমিকা রাখেন। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী পেকুর বাজারের ময়লা-আবর্জনা নিদিষ্ট স্থানে রাখার জন্য সৈয়দ হেলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে ই উদ্যোগ নেয়া হয়েছে।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com