রায়পুরা পশ্চিমপাড়া সার্বজনীন পূজামন্ডপ নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্যের প্রতিবাদে প্রেস ব্রিফিং
Dainik Business File: অক্টোবর ১০, ২০২৪
মোঃ সাইফুল ইসলাম নরসিংদী জেলার রায়পুরা পৌরসভার ১ নং ওয়ার্ডে রায়পুরা পশ্চিমপড়া সার্বজনীন পূজা মন্ডপকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক উস্কানি মূলক তথ্য প্রচার করার প্রতিবাদে প্রেস ব্রিফিং করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার । তিনি বলেন পূজা মন্ডপের প্রতিমা বিহীন প্যান্ডেলের কাজ চলমান অবস্থায় পলেস্টার জাতীয় কাপড় বৃষ্টির পানি জমার ও ভারীর কারনে খুলিয়া ও ছিড়িয়া যায়। আমরা পূজা উদযাপন নেতৃবৃন্দ সহ তাৎক্ষণিক সরজমিন পরিদর্শন করি। যাচাই বাছাই করিয়া দেখা যায় বৃষ্টির পানি জমার কারনেই মূলত কাপড় খুলিয়া ও ছিড়িয়া যায়। উক্ত ব্যাপারে রায়পুরা পূজা কমিটির সভাপতি রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরী নং-২০৩, তাং-০৫-১০-২০২৪ দায়ের করেন। কিছু সংখ্যক স্বার্থন্বেষী ব্যক্তিবর্গ উক্ত বিষয়টিকে ভিন্নরূপে প্রবাহিত করার চেষ্টা করছে। রায়পুরা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় চন্দ্র পাল বলেন আমরা কু-চক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রায়পুরা থানার অফিসার ইনচার্জ বলেন আমরা কু-চক্রী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি এড. চন্দন সাহা, পশ্চিমপাড়া পূজা মন্ডপের সভাপতি সবুজ নন্দী ও সাধারণ সম্পাদক টিটু রঞ্জন রায় সহ প্রমুখ।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com