ধামরাই সূয়াপুরে বিএনপির কর্মী সভায় নেতা-কর্মীদের ঢল

দৈনিক বিজনেস ফাইল: October 18, 2025

ধামরাই সূয়াপুরে বিএনপির কর্মী সভায় নেতা-কর্মীদের ঢল জেলা প্রতিনিধি গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্য নিয়ে ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৭ অক্টোবর ) স্থানীয় রৌহা ফুলতলা বাজার প্রাঙ্গণে আয়োজিত এই সভা বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর সমাবেশে পরিণত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতা আলহাজ্ব তমিজ উদ্দিন এবং সভার সভাপতিত্ব করেন সূয়াপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি নুরুল ইসলাম হামিদ। ​আলহাজ্ব তমিজ উদ্দিন তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সরকারের সমালোচনা করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সূয়াপুর ইউনিয়ন বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে।" ​প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও ধামরাই উপজেলা বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব শামসুল ইসলাম। তিনি বলেন, "দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধামরাই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ, তাদের সক্রিয়তার মাধ্যমেই গণতন্ত্রের বিজয় আসবে।" ​সভার সভাপতি, সূয়াপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতা নুরুল ইসলাম হামিদ তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বিশেষ করে তরুণ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের দলকে সুসংগঠিত করতে হবে এবং জনগণের পাশে থেকে তাদের সকল সমস্যা সমাধানে কাজ করতে হবে। আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ।" ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: হাবিবুর রহমান (টুলু) , মো: দেলোয়ার হোসেন, আবদুল আলীম মাষ্টার এবং মো: তোরাব হোসেন। ​এছাড়া উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান শিমুল (সাধারণ সম্পাদক, সূয়াপুর ইউনিয়ন বিএনপি), মো: ফরহাদ হোসেন (সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, সূয়াপুর ইউনিয়ন বিএনপি) এবং ডাক্তার মো: ফরহাদ (সিনিয়র সহ-সভাপতি, ধামরাই উপজেলা বিএনপি)। সভা পরিচালনা করেন সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন রানা। ​নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সভায় যোগ দেন এবং তাদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এই কর্মী সভার মধ্য দিয়ে সূয়াপুর ইউনিয়ন বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com