ডি. কে তরুণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ব্রাদার্স স্কট রাইল্ল্যার জয়
দৈনিক বিজনেস ফাইল: October 18, 2025
মানিকগঞ্জ প্রতিনিধি মোঃ বজলুর রহমান
“ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি”—এই স্লোগানকে ধারণ করে ডি. কে তরুণ সংঘ, দানিস্ত নগর,কৃষ্ণপুর আয়োজনে অনুষ্ঠিত হলো ফাইনাল ফুটবল টুর্নামেন্ট–২০২৫।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে প্রাচীন ঐতিহ্যবাহী ডি. কে তরুণ সংঘের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ এ খেলাটি।
খেলায় মুখোমুখি হয় ব্রাদার্স স্কট রাইল্ল্যা বনাম বনানী সংসদ, কৃষ্ণপুর। টানটান উত্তেজনায় ভরা ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। পরবর্তীতে টাইব্রেকারে প্রথম ৫টি শটে উভয় দল ৩টি করে গোল করে সমতা বজায় রাখে। অতিরিক্ত ৩শটে ব্রাদার্স স্কট রাইল্ল্যা ২ গোল ও বনানী সংসদ ১ গোল করতে সক্ষম হয়। ফলে ব্রাদার্স স্কট রাইল্ল্যা ২–১ গোলে বিজয়ী হয়।
বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানারআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মিসবাহ উল সাবেরিন এবং তার পক্ষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন এই খেলাটির উদ্বোধক জনাব এ.এফ.এম. নূরতাজ আলম বাহার, আহবায়ক সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি এবং পিপি, মানিকগঞ্জ জেলা জজকোর্ট।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. বাদশা মিয়া, চেয়ারম্যান পদপ্রার্থী, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ।
পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন এস. এম. নূর-হোসেন মোরাদ, পরিচালক রেইনবো এনজিও ও ধর্ম বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ সদর থানা বিএনপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আব্দুল হালিম,সভাপতি, ডি. কে তরুণ সংঘ।
সঞ্চালনায় ছিলেন এম. এ. মালেক, সাধারণ সম্পাদক, ডি. কে তরুণ সংঘ ও কার্যকরী সদস্য, কৃষ্ণপুর ইউপি বিএনপি।
তত্ত্বাবধানে ছিলেন জনাব নজরুল ইসলাম (খোকন)।
অনুষ্ঠানে কৃষ্ণপুরের কৃতি সন্তান মো. রুস্তম আলী মাস্টারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি ও উৎসাহে জমে ছিল খেলাটি।
পুরস্কার বিতরণ শেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
শুভেচ্ছান্তে-ফারুক বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক, ডি. কে তরুণ সংঘ।
উপস্থাপনায় ছিলেন খ্যাতিমান ভাষ্যকার মো. জুবায়ের হোসেন। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
