জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ গোল্ড এওয়ার্ড পেলেন ড. আশরাফুল হক
Dainik Business File: অক্টোবর ৯, ২০২৪
বিজনেস ফাইল ডেস্ক মানবকল্যাণ ও চিকিৎসাসেবায় বিশেষ অবদান রাখায় জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ গোল্ড এওয়ার্ড-২০২৪ পেলেন অটিজম ট্রিটমেন্ট এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক ডক্টর মো. আশরাফুল হক মিয়া। বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অটিজম-এর চিকিৎসায় দীর্ঘদিন ধরে বিশেষ অবদানস্বরূপ ডক্টর মো. আশরাফুল হক মিয়াকে এ সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী আলহাজ্ব প্রফেসর নূরজাহান বেগম। সংগঠনের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া সভাপতিত্বে প্রধান আলোচন ছিলেন বিবিএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সাঈদুল হক সাঈদ, কবি অশোক ধর, লায়ন জেবিন সুলতানা কান্তা, রুহুল আমিন এফসিএমএ, রবিন আহমেদ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম শফিক উদ্দিন অপু এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com