বিদেশে অবস্থানরত যাদের পাসপোর্ট বাতিল হয়েছে, সেগুলো আর ইস্যু হবে না !
Dainik Business File: অক্টোবর ৯, ২০২৪
আজাহার আলী সরকার গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে ও পরে অনেক রাজনীতিবিদ, আমলাসহ বিভিন্ন বাংলাদেশি বিদেশে, বিশেষ করে ভারতে পালিয়ে গেছেন। এরমধ্যে যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাদের আর নতুন করে পাসপোর্ট দেবে না সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন। ভারতে বাংলাদেশি রাজনীতিবিদসহ অন্যান্যরা ট্রাভেল পাস ব্যবহার করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফিরে আসার জন্য। অন্য দেশে যাওয়ার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে না। সেটির জন্য পাসপোর্ট লাগে, পাসপোর্ট স্বাভাবিকভাবেই আর ইস্যু করা হবে না। তারা যদি দেশে ফিরতে চান, তবে তাত্ত্বিকভাবে তাদের ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারেন।‘ ৫ আগস্টের পর বিদেশে কতজন পালিয়ে গেছে এ বিষয়ে তালিকা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ’আমার কাছে সুনির্দিষ্ট তালিকা নেই।’ অন্যান্য রাষ্ট্রের কাছে এ বিষয়ে জানতে চাইবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ’সেটি যদি প্রয়োজন মনে করা হয়, তবে সেটি চাওয়া যেতে পারে।’ তাদের ফিরিয়ে আনার ব্যাপারে উপদেষ্টা বলেন, বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের আদালত থেকে যদি হাজির করতে বলা হয়, তবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবো।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com