এফবিসিসিআই সংস্কার বিষয়ে কে কি বললেন

Dainik Business File: অক্টোবর ৮, ২০২৪

এফবিসিসিআই সংস্কার বিষয়ে কে কি বললেন বিজনেস ফাইল ডেস্ক নির্বাচন হবে এটাই সত্য। সংস্কার ছাড়া নির্বাচন ভাবছি না।ব্যবসায়ীদের প্রাণের দাবি আগে সংস্কারের পরে নির্বাচন। সম্মিলিত ব্যবসায়ী পরিষদ জিবি সদস্যদের প্রাণের দাবি নিয়ে কাজ করছে। আমাদের অনেক সদস্যই ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চায়, ভূমিকা রাখতে চায়। -মীর নিজাম উদ্দিন আহমেদ, আহ্বায়ক: সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। আগে সংস্কার পর নির্বাচন। এটাকে সামনে রেখে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। ব্যবসায়ীদের মনের প্রত্যাশা সকল পথে সরাসরি ভোট,এটা যথাযথভাবে কার্যকর হোক,এটা আমাদের সকলের দাবী। আর পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। -মো. গিয়াস উদ্দিন চৌধুরী খোকন , সমন্বয়ক : বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ (এফবিসিসিআই) গত এবিসিসিআই নির্বাচনে প্রথম স্থান অর্জন করার পর কখনো ফোন বন্ধ করিনি। সঙ্গে সঙ্গে ধরতে না পারলে পরে ব্যাক করেছি। প্রতিটি জিবি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ে নানা সমস্যা সমাধানের জন্য এক হয়ে কাজ করতে হবে। এফবিসিসিআই এ ব্যক্তি রাজনীতির প্রতিফলন থাকা উচিত নয়। -হাফেজ হাজী এনায়েত উল্লাহ্, সাবেক চেয়ারম্যান: আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি একই মূখ দেখতে দেখতে আমরা খুবই বিরক্ত। জীবনের শেষ পর্যায়ে এসোও অনেকে নির্বাচনে প্রার্থী হতে পারছে না শুধুমাত্র অনিয়মের কারণে। আমরা চাই সরাসরি নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন, যেখানে ছড়ানোর ভয়াবহতা থাকবে না -মাহবুব ইসলাম রুনু, সাবেক পরিচালক, এফবিসিসিআই। আমাদের শপথ নিতে হবে পুরোপুরি সংস্কার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ নিব না। এফবিসিসিআইকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে এখনই সময়। সবাই এফবিসিসিআইকে ভালোবাসে এটার প্রমাণ কোনো অনুষ্ঠানে ডিবি সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি উপস্থিতি। প্লিজ আর এফবিসিসিআইকে নিয়ে খেলবেন না। -মো. আসলাম আলী, সভাপতি, ফোর স্টোক সিএনজি, থ্রি হুইলার্স মালিক সমিতি

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com