চার মাস বেতন বন্ধ কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩২২ সিএইচসিপির

Dainik Business File: অক্টোবর ৬, ২০২৪

চার মাস বেতন বন্ধ কিশোরগঞ্জের কমিউনিটি ক্লিনিকে কর্মরত ৩২২ সিএইচসিপির বাজিতপুর প্রতিনিধি উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তর নিয়ে জটিলতায় চার মাস ধরে বেতন-ভাতা বন্ধ আছে কিশোরগঞ্জের ৩২২ কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেলথ কেয়ার প্রোভাইডারের। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। জেলার ১৩ উপজেলায় ৩২২ টি কমিউনিটি ক্লিনিকে ৩২২ জন হেলথ কেয়ার প্রোভাইডার কর্মরত। তারা চলতি বছরের জুলাই থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। জানা গেছে, ২০১১ সালে সিএইচসিপি (গ্রেড-১৪) হিসেবে কমিউনিটি ক্লিনিকে প্রধানের দায়িত্বে আসেন একজন স্বাস্থ্য কর্মী। দায়িত্ব পেয়ে গ্রামীণ জনপদে মানুষের স্বাস্থ্য সেবার মানে অভ‚তপূর্ব উন্নয়ন ঘটালেও সিএইচসিপিগণ নিজেদের একটুও ভাগ্য পরিবর্তন করতে পারেনি গেল ১৩ বছরে। কিশোরগঞ্জ জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির সভাপতি এম. আর. রাজিব বলেন, এক যুগ ধরে একই বেতনে চাকরি করছি, কোনো পরিবর্তন নেই। রাজস্ব খাতে নেওয়ার কথা বললেও এখন বেতনই পাচ্ছি না। তিনি বলেন, বিধি অনুযায়ী উন্নয়ন খাত থেকে চাকরি রাজস্ব খাতে যেতে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটির অনুমোদন প্রয়োজন হয়। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে যা গত চার মাসেও হয়নি। এ কারণে কিশোরগঞ্জ জেলার ৩২২ জন হেলথ কেয়ার প্রোপ্রাইটর বেতন-ভাতা পাচ্ছেন না। এই অবস্থায় সংসার নিয়ে চলা দায় হয়ে পড়েছে। অনেকেই ছেলেমেয়েদের পড়ার খরচ, পরিবারের অসুস্থ স্বজনদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। কিশোরগঞ্জ জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন বলেন, তারা শুধু এ চাকরির ওপর নির্ভরশীল। বেতন-ভাতা না পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন। বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ জীবন যাপনকরতে হচ্ছে তাদের। উল্লেখ্য, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও পুষ্টিসেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে কাজ করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)। মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, টিকা কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা, জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম বাড়ানোসহ প্রায় সব ধরনের স্বাস্থ্যগত সেবা পাওয়া যায় দেশের সকল কমিউনিটি ক্লিনিকগুলোতে, যার মূল দায়িত্বে থাকেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com