২০১৮ সালেই এমজেএফ সম্মাননা গ্রহণ করেন লায়ন খান আকতারুজ্জামান
Dainik Business File: অক্টোবর ৬, ২০২৪
বিজনেস ফাইল ডেস্ক ২০১৮ সালেই এমজেএফ সম্মাননা গ্রহণ করেছেন লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট আলহ্বাজ লায়ন খান আকতারুজ্জামান। তিনি লায়ন ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্টিক্ট ৩১৫ বাংলাদেশ এর তৎকালীন কাউন্সিলর চেয়ারপারসন লায়ন মোহাম্মদ ইরশাদ হোসেন রানা পিএমজেএফ-এর কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেছিলেন। উল্লেখ্য, লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ সাব এডিটর কাউন্সিলের সদস্য, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, মেসার্স খান এ জামান এন্ড কোং লি. এর ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সদস্য এবং বাংলা একাডেমির আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সাথে জড়িত।সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com