জাতীয় বসতি দিবস উদযাপন উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
দৈনিক বিজনেস ফাইল: October 6, 2025
মনা, যশোর প্রতিনিধি
আজ সোমবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে জাতীয় বসতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং পরবর্তীতে কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম।
দিবসটি উপলক্ষে এবারের স্লোগান ছিল "পরিকল্পিত উন্নয়ন ধারা, নগর সমস্যায় সাড়া" এসময় দিবসটি উপলক্ষে উপস্থিত অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।