নবীনগর নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
দৈনিক বিজনেস ফাইল: October 5, 2025
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা হলো নোয়াগাঁও গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ছেলে মোঃ শরীফ (৭) এবং মেয়ে শিফা (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন শিফা দ্রুত পানিতে ঝাঁপ দেয়। দুর্ভাগ্যবশত, পানির স্রোতে তলিয়ে গিয়ে দু'জনেরই সলিল সমাধি ঘটে।
পরে প্রতিবেশীরা দুই শিশুকেই পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, "এই বিষয়ে আমি এখনো অবগত নই, তবে পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
