নবীনগরে ইউপি সদস্য লিটনের মেম্বারের বৈধ সম্পত্তি দখলের চেষ্টা – সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর অভিযোগ
দৈনিক বিজনেস ফাইল: October 5, 2025
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১, হাজী মোহাম্মদ লিটন মেম্বার অভিযোগ করেছেন—তার বৈধ ক্রয়কৃত সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা চালাচ্ছে এলাকার প্রভাবশালী হাজী মোহাম্মদ মোসা মিয়া ও তার সহযোগীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন
হাজী লিটন মেম্বার বলেন
আমি বৈধ দলিল, সাব কাবলা ও নামজারি সূত্রে এই জমির মালিক। শিবপুর মৌজার বিএস খতিয়ানের ৭০৪ দাগে নোয়াজিস মিয়ার মোট ৫৮ শতকের মধ্যে আমি ২৭.১০ শতাংশ জমি ক্রয় করেছি। অথচ হাজী মোহাম্মদ মোসা মিয়া চক্রান্ত করে দলিলের নকশা জালিয়াতি করে আমার জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে
তিনি জানান, পার্শ্ববর্তী সিরাজ শাহ মাজারের ঘর নির্মাণ ও সামাজিক কিছু বিষয়ে আগে থেকেই মোসা মিয়ার সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। অথচ এ বিষয়ে তিনি কোনোভাবেই জড়িত নন
তিনি আরও বলেন
মোসা মিয়া ও তার সহযোগীরা আমার বিরুদ্ধে ইতিমধ্যেই ছয়টি মামলা করেছে। এর মধ্যে পাঁচটির রায় আমার পক্ষে এসেছে। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ যদি বৈধ কাগজপত্র ও প্রমাণ উপস্থাপন করতে পারে, তবে আমি বিনা দ্বিধায় জমি ছেড়ে দেব। কিন্তু জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টা আমি কখনোই মেনে নেব না
সংবাদ সম্মেলনে হাজী লিটন মেম্বার অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী মহলের চাপে তিনি ও তার পরিবার চরম হয়রানির শিকার হচ্ছেন। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুবিচারের দাবি জানান
তিনি সতর্ক করে বলেন
আমার বৈধ সম্পত্তি রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত না হলে এলাকায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com
