সিংগাইরে অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও লাইসেন্স জালিয়াতির অভিযোগ

দৈনিক বিজনেস ফাইল: September 30, 2025

সিংগাইরে অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও লাইসেন্স জালিয়াতির অভিযোগ মানিকগঞ্জ প্রতিনিধি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন সারের দোকানে চলছে নানা অনিয়ম। কৃষকদের অভিযোগ—অতিরিক্ত মূল্যে সার বিক্রি, অন্যের নামে লাইসেন্স ব্যবহার করে দোকান পরিচালনা এবং একইসাথে সার, কীটনাশক ও গো-খাদ্য মজুদ করার মতো অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে। অথচ এসব অনিয়ম চোখে দেখেও মাঠপর্যায়ের উপসহকারীরা তা উপেক্ষা করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সানী ট্রেডার্সে অনিয়ম সম্পর্কে সরজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার বলধারা ইউনিয়নের কাশিমনগর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে খুচরা সার ডিলার মেসার্স সানী ট্রেডার্স নামক দোকানটি প্রোঃ ইমু সুলতানার নামে নিবন্ধিত। তবে বাস্তবে দোকান পরিচালনা করছেন তার খালাতো ভাই নূর মোহাম্মদ। শুধু তাই নয়, ওই দোকানে সারের পাশাপাশি কীটনাশক ও গো-খাদ্য বিক্রি হচ্ছে স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, নূর মোহাম্মদ সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজিতে অতিরিক্ত টাকা আদায় করছেন। এতে তারা বিপাকে পড়েছেন। একদিকে কৃষিজমিতে সময়মতো চাষাবাদ করতে হবে, অন্যদিকে ন্যায্যমূল্যে সার না পাওয়ায় উৎপাদন খরচ বাড়ছে এ বিষয়ে দোকান পরিচালক নূর মোহাম্মদ বলেন, “সরকার নির্ধারিত মূল্যে পাওয়া সার শেষ হয়ে গেলে আমরা বেশি দামে সার সংগ্রহ করি। তাই আমাদেরও অতিরিক্ত দামে বিক্রি করতে হয় সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, “অতিরিক্ত মূল্যে সার বিক্রি সম্পূর্ণ বেআইনি। এ বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। তবে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কৃষকরা জানান, সারসহ কৃষি উপকরণ নিয়মিত তদারকি করলে এমন অনিয়ম বন্ধ হতো। তারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন—অতিরিক্ত মূল্যে সার বিক্রি, ভুয়া লাইসেন্স ব্যবহার এবং অবৈধভাবে গো-খাদ্য মজুদকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com