মহানবীকে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টির বিক্ষোভ সমাবেশ

Dainik Business File: সেপ্টেম্বর ৩০, ২০২৪

মহানবীকে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টির বিক্ষোভ সমাবেশ বিজনেস ফাইল প্রতিবেদক বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টি-বিডিপিপির উদ্যোগে গতকাল ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায়জাতীয় প্রেসক্লাব চত্বরে “মহানবী হযরত মোহাম্মাদ (স.) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ” অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস্ পার্টি-বিডিপিপির চেয়ারম্যান মো. আব্দুল কাদের। সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদের বলেন, মুসলমান সম্প্রদায়ের অহংকার, ভালোবাসা, সম্মান প্রিয় নবী হজরত মোহাম্মাদ (স.) কে নিয়ে কটুক্তি করা হয়েছে ভারতে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই। তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি প্রায়শই তাদের বিভিন্ন ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা আমাদের মহানবী হযরত মোহাম্মাদ (স.) কে নিয়ে কটুক্তি করে। যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। আমরা সবাইকে সম্মান করি কিন্তু আমার নবীকে কেউ নেতিবাচক কথা বললে আমরা সেটি মানবো না। আমরা কঠোর ভাষায় বলতে চাই মহানবীকে নিয়ে কটুক্তিকারী কুলাঙ্গার রামগিরি নিতিশ এবং মুসলিমদের হুমকি দেয়া নীতিশ রানের কঠোর শাস্তি দাবি করছি। একই সাথে ফিলিস্তিন এবং লেবাননে সন্ত্রাসী ইজরায়েলের হামলা বন্ধ করার আহবান জানাচ্ছি। জাতিসংঘ, আমেনেস্টি ইন্টারন্যাশনালসহ সকল মানবাধিকার সংস্থাকে বলবো মুখ বন্ধ না করে ইজরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিডিপিপির যুগ্ম মহাসচিব মোঃ শামীম জোয়ার্দার এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিডিপিপির কো-চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, মহাসচিব প্রফেসর হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার বিল্লাল হোসেন, শওকত হোসেন, যুব বিষয়ক সম্পাদক এস এম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, গনফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com