কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন: তিশা
Dainik Business File: সেপ্টেম্বর ২৯, ২০২৪
বিনোদন ডেস্ক বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সময়ের জনপ্রিয় অভিনেত্রী। ছোটপর্দায় নিয়মিত অভিনয় করলেও এখন প্রস্তুতি নিচ্ছেন বড়পর্দার। খুব শিগগির তাকে দেখা যাবে বড়পর্দায়। তানজিন তিশা শুধু অভিনয়ই নয়, নানান ইস্যুতে সরব থাকেন। যে কোনো বিষয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে কিংবা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় এ অভিনেত্রীকে। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের চরিত্র হরণ নিয়ে পোস্ট দিলেন তিনি। গতকাল পোস্টে তানজিন তিশা লিখেছেন—কথায় কথায় নায়িকাদের চরিত্র খারাপ, কেন? ভাই, একটা মেয়ে সাধনা, অধ্যবসায় ও পরিশ্রমের পর দীর্ঘ জার্নিতে অভিনয়টা ভালো করলেই নায়িকা হয়। তিনি বলেন, আমরা পরিবারের চেয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনসংশ্লিষ্ট মানুষগুলোর সঙ্গেই বেশি সময় কাটাই, সেদিক থেকে এইটিও আমাদের পরিবার। আর পরিবার হয়ে উঠলেই গভীর সম্পর্ক গড়ে ওঠে। যেখানে সম্পর্ক আছে, সেখানে ভুল-বোঝাবুঝি আছে। আমার মা, বাবা, ভাইবোনদের সঙ্গেও ভুল-বোঝাবুঝি হয়। এ অভিনেত্রী বলেন, কই তারা তো চরিত্র নিয়ে প্রশ্ন তোলে না? তাহলে আপনারা আমাদের কেমন পরিবারের সদস্য হলেন যে, কথায় কথায় নায়িকাদের চরিত্র নিয়ে ছোট করেন? কয়েকটি প্রশ্ন রেখে তানজিন তিশা বলেন, নাকি যুক্তি দিয়ে হেরে যাবেন বলে, নারীদের চরিত্রে হাত দিয়ে দাবিয়ে রাখতে চান? ভুল-বোঝাবুঝি হলে যুক্তি দিয়ে কথা বলুন, তাতে আমাদের সার্বিক সম্মান বজায় থাকবে। আপনার পরিবারের কাউকে ছোট করে কি আপনি বড় হচ্ছেন, ভাবছেন?সম্পাদক- অভি চৌধুরী।
যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com