যশোরে আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

দৈনিক বিজনেস ফাইল: September 23, 2025

যশোরে আড়াই কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ বিজনেস ফাইল ডেস্ক: যশোরের অবৈধ পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে যশোরের বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে কার্গো ট্রাক ভর্তি এসব মালামাল জব্দ করে ৪৯ বিজিবির সদস্যরা। এসময় কার্গোর চালক আব্দুল মালেক (৪৬) ও হেলপার অন্তর কর্মকারকে (২৯) আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫টি থ্রি পিস, ১০ হাজার ৬৯৩ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস, টায়ারসহ অন্যান্য মালামাল। যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে ট্রাকটিতে থাকা অবৈধ মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৬১ হাজার টাকা। তিনি আরও জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অধিক মুনাফা লাভের আশায় এসব মালামাল আনা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com