রানীরা কাউকে অনুসরণ করে না

দৈনিক বিজনেস ফাইল: September 15, 2025

রানীরা কাউকে অনুসরণ করে না বিনোদন প্রতিবেদক ঢালিউড কুইন নামে খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি নতুন নতুন রূপে ধরা সামনে আসেন ভক্ত-অনুরাগীদের। এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন। রিল ভিডিও ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’ কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রীকে। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলব। অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’ অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করেন অপু বিশ্বাস। একসময় শাকিব-অপু জুটি হয়ে উঠে জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। তবে অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com