এফবিসিসিআই’র আমুল সংস্কার প্রয়োজন: মোহাম্মদ উল্লাহ পলাশ

Dainik Business File: সেপ্টেম্বর ১৮, ২০২৪

এফবিসিসিআই’র আমুল সংস্কার প্রয়োজন: মোহাম্মদ উল্লাহ পলাশ বিজনেস ফাইল প্রতিবেদক বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নিউইয়র্ক এ অবস্থানরত বৈষম্যবিরোধী ব্যবসায়ী পরিষদ সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ পলাশ দৈনিক বিজনেস ফাইলকে বলেন, দ্বিতীয়বারের মতো আমাকে কৌশলে পরাজিত করা হয়েছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে বলবো-গত ২৫ বছর ধরে এফবিসিসিআইতে আছি। কোনোভাবেই নেতাদের ভালোবাসা পেলাম না। আওয়ামী ১৫ বছর যা করেছে তা ব্যবসায়ীদের কোনো উপকারে আসেনি। নির্বাচনের নামে তামাশা হয়েছে। ৭ জন ভাইস প্রেসিডেন্ট করে ব্যবসায়ী সমাজকে নেতৃত্বহীন করা হয়েছে। অটো প্রথার প্রায় ৩ ডজন পরিচালক এফবিসিসিআইয়ের কোনো কাজে আসেনি। অনেক সভাপতি, সহসভাপতির বিরুদ্ধে আর্থিক অসঙ্গতিরও অভিযোগ রয়েছে। আমরা চাই এফবিসিসিআই হোক একটি ব্যবসায়ী কল্যাণ মুখী সংগঠন।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com