ময়মনসিংহের ভালুকায় চুরি হয়ে যাওয়া মালামাল ২৪ ঘন্টায় উদ্ধার

Dainik Business File: সেপ্টেম্বর ১৫, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় চুরি হয়ে যাওয়া মালামাল ২৪ ঘন্টায় উদ্ধার সাইফুল ইসলাম, ভালুকা প্রতিনিধি ময়মনসিংহ ভালুকা থানার ডাকাতিয়া ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে চুরির ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ২জন আসামী গ্রেফতার হয়। জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর বিকেল থেকে ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার মধ্যে যে কোন সময় ভালুকার থানাধীন ডাকাতিয়ার ৫৯ নং ডাকাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের দরজার তালা ভেঙে অফিস কক্ষ হইতে০১টি সাউন্ড বক্স, ১টি আইপিএস মেশিন, ২টি আইপিএস ব্যাটারী, ১টি ফটোকপি মেশিন (যার সর্বমোট মুল্য ২ লাখ টাকা) চুরি হয়ে যায়। এ ঘটনায় উক্ত স্কুলের সহকারী শিক্ষক মাসুদ রানা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি চুরির অভিযোগ দায়ের করলে (মামলা নং-০৮, তারিখ-০৯/০৯/২০২৪। মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুল বারেক, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সাহায্যে ভালুকা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আংগারগারা বাজার হতে আসামী মোঃ দিনার (২২) কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে টাঙ্গাইল জেলার সখিপুর থানার পৌরসভার ৩ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে ঘটিকায় জড়িত আসামী-২। আলী আহাম্মদ (৪৫) কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে বাদীর চুরি যাওয়া উপরোক্ত মালামাল উদ্ধার করা হয়।

সম্পাদক- অভি চৌধুরী।

যোগাযোগ: ৫১/৫১/এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩), স্যুট-৪০৫, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন:০২-২২৩৩৫৭০৭৩ মোবাইল: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০। ই-মেইল: dainikbusinessfile@gmail.com