আমার জীবনে কোনো ময়লা নেই: শেখ সাদী
দৈনিক বিজনেস ফাইল: September 14, 2025

‘কুষ্টিয়ার উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময়
বিশেষ প্রতিনিধি কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী বলেছেন, “আমার জীবনে কোনো ময়লা নেই। ব্যবসা যেমন চলছে, তেমনি সামাজিক কাজেও আমি নিরলসভাবে যুক্ত আছি। রাজনীতিতে এসেছি সমাজ ও দেশের পরিবর্তনের জন্য।” শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে ‘কুষ্টিয়ার উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শেখ সাদী জানান, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে কাজ করছেন তিনি। তার প্রতিষ্ঠান এশিউর গ্রুপে কুষ্টিয়ার এক হাজারের বেশি মানুষ কর্মরত আছেন। প্রতিষ্ঠান থেকে পাওয়া বেতনের অর্থ দিয়েই প্রায় দেড়শ শিক্ষার্থীকে উচ্চশিক্ষায় সহায়তা করছেন বলে জানান তিনি। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ সাদী বলেন, “শুধু ব্যবসা করলে নিজের পরিবারকে হয়তো ভালো রাখা যায়। কিন্তু সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতি অপরিহার্য। ব্যবসায়ী হিসেবে যা পেরেছি করেছি, এখন চাই রাজনীতির মাধ্যমে আরও বড় পরিবর্তন আনতে।” তিনি দাবি করেন, তার প্রচেষ্টায় কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮টি স্কুলের নতুন ভবন নির্মাণে ভূমিকা রেখেছেন তিনি। শেখ সাদী আরও বলেন, “আমি প্রচারে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। কাজ কখনো মানুষের সঙ্গে বেইমানি করে না। আমার লক্ষ্য কুমারখালী ও খোকসার উন্নয়নকে গতিশীল করা।” সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা প্রশ্ন করুন। কোনো ত্রুটি থাকলে আপনার প্রশ্নের মাধ্যমে আমি তা সংশোধন করতে পারব।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হক। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক রনজক রিজভী। আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আব্দুল বারী, তারিকুল হক তারিক, শরীফুল ইসলাম এবং কে এম আর শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com