কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আলোচনার কেন্দ্রবিন্দু হাজী মাসুক মিয়া
দৈনিক বিজনেস ফাইল: September 13, 2025

রাজনীতি, সমাজসেবা ও ব্যবসায়িক নেতৃত্বে রয়েছে তাঁর অনন্য দৃষ্টান্ত
বাজিতপুর প্রতিনিধি কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের গণমানুষের আস্থার প্রতীক হাজী মোঃ মাসুক মিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মানবতার ফেরিওয়ালা, গরীবের বন্ধু এবং একাধারে একজন সফল রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা হিসেবে তার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মামলা, হামলা ও নানান নির্যাতনের শিকার হলেও তিনি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে বিচ্যুত হননি। দলের নেতা-কর্মীদের অর্থ, মনোবল ও জনবল দিয়ে সর্বদা পাশে থেকেছেন। ঢাকায় ফ্যাসিস্ট সরকারের করা একাধিক মামলার রিমান্ডে নিয়ে পুলিশ বাহিনী তার ওপর ব্যাপক শারীরিক নির্যাতন চালায়। এমনকি নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। তবুও গণমানুষের স্বার্থে তার সংগ্রাম থেমে থাকেনি। এই সময়ে ঢাকাসহ নিকলী ও বাজিতপুরের বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের সকল নেতা-কর্মী তার পাশে দাঁড়ান। রাজনীতির পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও হাজী মাসুক মিয়া সমানভাবে প্রতিষ্ঠিত। তিনি বাংলাদেশের ফুটওয়ার এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ রাবার-প্লাস্টিক সু মারচ্যান্ট এসোসিয়েশনের সদস্য, এবং দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর জেনারেল বডি মেম্বার। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে একজন সফল পাদুকা ব্যবসায়ী হিসেবে সুনাম কুড়িয়েছেন। এলাকাবাসীর মতে, হাজী মাসুক মিয়া শুধু রাজনৈতিক নেতা নন, বরং একজন সমাজসেবক ও উন্নয়নমুখী উদ্যোক্তা। জনগণের সুখ-দুঃখে পাশে থাকার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও তার অবদান গোটা অঞ্চলের জন্য গর্বের বিষয়। বর্তমানে তিনি কেন্দ্রীয় কৃষকদলের পাশাপাশি নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। নিকলীর রসুলপুর বাজারের এক চায়ের দোকানে সন্ধ্যার আড্ডায় রাজনীতির আলোচনায় বারবার ফিরে আসে একটি নাম—হাজী মোঃ মাসুক মিয়া। কেউ তাকে বলেন মানবতার ফেরিওয়ালা, কেউ আবার ডাকেন গরীবের বন্ধু। বয়সী এক কৃষক চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, আমরা যখন ধান বিক্রি করে ন্যায্য দাম পাই না, তখন সবচেয়ে আগে কথা বলেন হাজী মাসুক। আমরা চাই উনিই আমাদের প্রতিনিধি হোন। অন্যদিকে বাজিতপুরের কলেজপড়ুয়া এক তরুণী আশা প্রকাশ করে বলেন, আমাদের এলাকায় কর্মসংস্থানের খুব অভাব। উনি যেভাবে ব্যবসা করেছেন, তাতে বিশ্বাস করি তরুণদের জন্যও কাজের সুযোগ বাড়াবেন। এলাকায় জনপ্রিয়তার বিষয়ে হাজী মোঃ মাসুক মিয়া বলেন, আমি রাজনীতিকে কখনো ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে দেখিনি। জনগণই আমার শক্তি। তাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি সবসময়। ব্যবসার মাধ্যমে যেমন কর্মসংস্থান তৈরি করতে পেরেছি, তেমনি রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যদি জনগণ আস্থা রাখে, তাহলে আমি নিকলী-বাজিতপুরের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, আগামীতে জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে কৃষকের ব্যাপক উন্নয়ন করা হবে। কৃষক যাতে সহজে সুলভ মূল্যে বীজ ও সার পায়, তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হয়—এ লক্ষ্যেই আমরা কাজ করব। রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ এবং ব্যবসায়িক দক্ষতা, এই তিন গুণে সমৃদ্ধ হয়ে হাজী মোঃ মাসুক মিয়া আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বড় ধরনের প্রভাব বিস্তার করবেন বলে আশা করা হচ্ছে।প্রকাশক ও সম্পাদক : অভি চৌধুরী।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৫১/৫১-এ রিসোর্সফুল পল্টন সিটি (লেভেল-৩, স্যুট-৪০৫), পুরানা পল্টন, ঢাকা-১০০০।।
হটলাইন: ০১৭১১-৫২০০৪৬, ০১৮১৯-২২৬১৬০ । ই-মেইল: businessfile2022@gmail.com